ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে শতাধিক অবৈধ স্থাপনা-দোকানপাট উচ্ছেদ

সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের সার্ভিস রোডের শতাধিক অবৈধ স্থাপনা ও বিভিন্ন দোকানপাট উচ্ছেদ করেছে হাইওয়ে পুলিশ।

বুধবার (২২ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এসময় ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম সরকার মহাসড়কের উচ্ছেদকৃত এলাকা পরিদর্শন করেন।

এ বিষয়ে টিআই শরফুদ্দিন বলেন, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মহাসড়কের একাংশে অবৈধ স্থাপনা হিসেবে দোকানপাট গড়ে তুলেছিল একটি চক্র। ঈদকে সামনে রেখে মহাসড়কে যানজট মুক্ত রাখাতে বুধবার এসব অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *