ভারতকে কাঁদিয়ে ওয়ানডে সিরিজ জিতল অস্ট্রেলিয়া
চলতি বছরের শেষ দিকেই ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩। নিজেদের মাঠে বিশ্বকাপের স্বপ্ন নিয়ে দল সাঁজাচ্ছে স্বাগতিকরা। কিন্তু বিশ্বকাপের আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ হারল তারা।
চার বছর পর দেশের মাটিতে ওয়ানডে সিরিজ হারের তেতো স্বাদ পেল ভারত। এর আগে সবশেষ ২০১৯ সালে অস্ট্রেলিয়ার কাছেই পাঁচ ম্যাচের সিরিজ ৩-২-এ হেরেছিল তারা
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতল অজিরা। সিরিজের প্রথম ওয়ানডে ভারতের বিপক্ষে হারলেও পরে টানা দুই ওয়ানডে জিতে নিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে মাত্র ১১ ওভারেই ভারতকে লজ্জা দিয়ে ১০ উইকেটে জয়ের পর বুধবার সিরিজের তৃতীয় ও শেষ অঘোষিত ফাইনালে ২১ রানে জিতেছে অস্ট্রেলিয়া।
চেন্নাইতে ওয়ানডে সিরিজ নির্ধারণী এই ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। এই ম্যাচে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে ১০ উইকেটে ২৬৯ রানে গুটিয়ে যায়। জবাবে ভারত আবারও ব্যর্থ। ভারতের সময়ের সেরা ব্যাটার সূর্যকুমার টানা তিন ম্যাচে তিন ‘গোল্ডেন ডাক’মেরেছেন। ৫ বল বাকি থাকতেই তারা থেমেছে ২৪৮ রানে থেমেছে।