ছাত্রনেতা সাঈদুর রহমানের মাতার মৃত্যুতে ছাত্র ফেডারেশনের শোক প্রকাশ
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি ছাত্রনেতা সাঈদুর রহমানের মাতা সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা নিবাসী নিলুফা বেগম এর মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনা এবং সাধারণ সম্পাদক সৃজয় সাহা।
শোকবার্তায় ফারহানা মুনা এবং সৃজয় সাহা বলেন, ছাত্রনেতা সাঈদুর রহমানের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের সবার প্রতি সহমর্মিতা জানাচ্ছি। মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি।
উল্লেখ্য গতকাল ২৫ মার্চ ২০২৩, রাত্রি ১১টায় জনাব নিলুফা বেগম দীর্ঘদিন অসুস্থ থেকে নিজ বাসায় ইন্তেকাল করেন। ফজর নামাজ শেষে পাইনাদি জামে মসজিদে জানাযা অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়।