আলোকিত মানুষ ফাউন্ডেশন মনোহরদী শাখার ইফতার বিতরণ ও দোয়া মাহফিল
গত ২৬/০৩/২০২৩ ইং তারিখে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মনোহরদী উপজেলা টাউন হলে আয়োজিত আলোকিত মানুষ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে ।উক্ত ইফতার মাহফিলে পবিত্র কোরআন তেলওয়াত ও দোয়া মাহফিলের আোয়জন করা হয়।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের ইতিহাস শিশু ও কিশোরদের মাঝে আলোচনা করা হয় । এবং পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের পর সল্লাবাইদ ফকিরবাড়ি মাদ্রাসা থেকে আগত কোরআন হাফেজ পড়ুয়া শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও তাদের বক্তব্য ও তেলাওয়াত শোনা হয় । এবং ছিন্নমুল কিছু মানুষ ও উপস্থিত অতিথি এবং সকলে একসঙ্গে ইফতার গ্রহণ করা হয়।
আলোকিত মানুষ ফাউন্ডেশন -মনোহরদী শাখার উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সমাজের নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক সুমন বর্মন ; জনাব, মো: ইয়াকুব আলী আওরঙ্গজেব (সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, আছমত আলী মহীলা কলেজ) ; জনাব, আব্দুল মতিন মাস্টার (-সমাজ সেবক ও সভাপতি, লেবুতলা ইউনিয়ন পরিষদ জাতীয় পার্টি। )
উক্ত অনুষ্ঠানে র সভাপতিত্ব করেন জনাব, আলমগীর হোসেন (বিশিষ্ট সমাজ সেবক ও প্রবীণ সংগঠক এবং সহ সভাপতি, নরসিংদী জেলা আইনজীবী সমিতি ) বিশেষ অতিথি ছিলেন জনাব আব্দুস সালাম সরকার (আহ্বায়ক, জাতীয় যুব সংহতি শিবপুর উপজেলা)); জনাব, জামাল উদ্দীন (অব:প্রাপ্ত – জেলা সমবায় অফিসার ); জনাব নজরুল ইসলাম সরকার বাবুল ( সহ সভাপতি -আলোকিত মানুষ ফাউন্ডেশন -মনোহরদী শাখা এবং সাবেক সাধারণ সম্পাদক, মনোহরদী উপজেলা জাতীয় পার্টি); জনাব, এমদাদুল হক টিটু ( সাংস্কৃতিক কর্মী,আহ্বায়ক, জাতীয় যুব সংহতি মনোহরদী উপজেলা); জনাব নাহিদুল ইসলাম ( সমাজ সেবক ; সদস্য সচিব, মনোহরদী পৌর সভা জাতীয় পার্টি ); জনাব বিশিষ্ট সাংবাদিক মো: তৌহিদুল ইসলাম (সভাপতি- বাংলাদেশ প্রেসক্লাব মনোহরদী শাখা ) জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ জসিমউদদীন (অধ্যক্ষ,সল্লাবাইদ ফকির বাড়ি হিফজুল কোরআন মাদ্রাসা ) জনাব আজমিরী সুলতানা ( মহিলা সম্পাদক আলোকিত মানুষ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি , কোষাধ্যক্ষ মনোহরদী শাখা আলোকিত মানুষ ফাউন্ডেশন কমিটি এবং প্রভাষক রসায়ন বিভাগ, শেখের গাঁও ফাজিল মাদ্রাসা) উক্ত সৃজনশীল অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন মাসুদুর রহমান আলমগীর (সাধারণ সম্পাদক আলোকিত মানুষ ফাউন্ডেশন -মনোহরদী শাখা এবং সদস্য সচিব মনোহরদী উপজেলা জাতীয় যুব পার্টি ) এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – নাজমিন সুলতানা তুলি খান -প্রতিষ্ঠাতা আলোকিত মানুষ ফাউন্ডেশন।