আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নেই: খোকন সাহা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবে, তার পক্ষে সকলকে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।

৫৩তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে রোববার (২৬ মার্চ) সকালে তার নিজ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার ব্যক্তিগত কোন পছন্দ-অপছন্দ নেই। নেত্রী দলের স্বার্থে, জাতির স্বার্থে ও নারায়ণগঞ্জের স্বার্থে যাকেই মনোনয়ন দিবেন; তার জন্য আপনারা রাজপথে ঝাঁপিয়ে পরবেন এবং নেত্রীর প্রার্থীকেই জয়যুক্ত করবেন। এখানে যারা এসেছেন আপনাদের কাছে অনুরোধ, মনে রাখবেন এখানে আমাদের পছন্দের কোন প্রার্থী নাই, নেত্রীর পছন্দই আমাদের প্রার্থী। আপনাদের কাছে আমার এই আহ্বান রইলো।’

নির্বাচনকে প্রশ্নবিদ্ধা না করার জন্য অনুরোধ জানিয়ে খোকন সাহা বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রীয় সরকার পরিবর্তনের একটাই মাধ্যম, সেটা হচ্ছে নির্বাচন। নির্বাচনে পাশ করলে, ক্ষমতায় আসেন। কিন্তু নির্বাচনকে বার বার বর্জন করে বাংলাদেশকে পৃথিবীর কাছে প্রশ্নবিদ্ধ করবেন না।’

দল গোছানোকে প্রাধান্য দেয়ার আহ্বান জানিয়ে খোকন সাহা বলেন, ‘এই নির্বাচন উপলক্ষে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এখন দল ঘোছাতে হবে, কিছুদিন পর নির্বাচন। দল না গুছিয়ে আমরা অনেকেই প্রার্থী হচ্ছি, আমার মতে এটা ঠিক না। আওয়ামী লীগ এখনো প্রার্থী আহ্বান করেনি, কে প্রার্থী হলো, কে হলো না; এটা দেখার বিষয় না। এরকম ভাবে চলতে থাকলে নারায়ণগঞ্জের প্রতিটি আসনে ২০জন করে প্রার্থী হবে। এতে দলের ক্ষতি হবে।’

খোকন সাহা বলেন, ‘আজ মহান স্বাধীনতা দিবসে আমি স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ও বীর শহীদদের। পাশাপাশি ভারতিয় মিত্র বাহীনির যারা আমাদের স্বাধনিতার জন্য রক্ত দিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি। মুক্তিযুদ্ধের মুল্যবোধকে আমরা হারিয়ে যেতে দিবো না। অনেকেই বলেন, পাকিস্তান ভালো ছিলো। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা চলে যান পাকিস্তানে, আপনাদের বাংলাদেশে থাকার প্রয়োজন নাই। কোন অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবেন না।’

এসময় মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button