খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ সদর থানা কমিটি গঠন, কবীর সভাপতি ও আওলাদ সম্পাদক
স্টাফ রিপোর্টার: খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ সদর থানার সভাপতি হাফেজ কবির হোসাইন ও সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ নির্বাচিত হয়েছেন।
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর আওতাধীন সদর থানা কমিটি গঠন উপলক্ষে ২৯ মার্চ বুধবার বাদ আছর সংগঠনের মহানগর কার্যালয়ে এক দায়িত্বশীল বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডাঃ শরীফ মোহাম্মদ মোসাদ্দেক এর সভাপতিত্বে গুরুত্বপূর্ণ এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
২০২৩-২৪ সেশনের জন্য উপস্থিত সবার মতামতের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর কমিটিতে হাফেজ কবির হোসাইনকে সভাপতি ও খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ এর পরিচালনায় খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠকে আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ প্রমুখ।