ইসলামী ব্যাংক সোনারগাঁ শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল

মোঃমীমরাজ হোসেন,সোনারগাঁ(নারায়ণগঞ্জ):
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সোনারগাঁ  শাখার উদ্যোগে গতকাল বৃস্পতিবার বিকেল ৫টায় মোগড়াপাড়া চৌরাস্তা শাখা কার্যালয়ে ‘সার্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সোনারগাঁ শাখা প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।
বিশেষ অতিথি ছিলেন মোগড়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন খাঁন,বৈদ্যারবাজার জামে মসজিদ খতিব মাওলানা শামীম পাটওয়ারী,মাওলানা ওবায়দুল কাদের নদভী।
অনুষ্ঠান পরিচালনা করেন এজেন্ট ইনচার্জ সাজ্জাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সিপাল অফিসার তরিকুল,লিখিত বক্তব্য রাখেন অফিসার মোহাম্মদ রকি।
প্রধান অতিথি আরিফ মাসুদ বাবু বলেন, রমজান একটি সার্বজনীন কল্যাণ মূলক মাস। এ মাসের মতো উন্নত মাস আর নেই। এ মাসের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে সবাইকে তাকওয়া অর্জনের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি মাওলানা মহিউদ্দিন খাঁন বলেন, সুদ মুক্ত ব্যাংকিং ধারার প্রবর্তক হচ্ছে ইসলামী ব্যাংক। শরিয়াহ প্রতিপালনের মাধ্যমে দেশের জনগণকে ইসলামের একটি মহাপাপ থেকে রক্ষা করে যাচ্ছে। সুদের অভিশাপ থেকে জাতিকে রক্ষা করার জন্য এ ব্যাংক মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে মাহে আলম ইসলামী ব্যাংকের নানা মুখী কর্মকাণ্ড তুলে ধরেন এবং ব্যাংকের সেবাগুলো গ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button