”টঙের আড্ডা” এপ্রিল-জুন ২০২৩ সংখ্যার মোড়ক উন্মোচন

চট্টগ্রাম প্রতিনিধি: পহেলা এপ্রিল ২০২৩ বিকাল ৩ টায় ”টঙের আড্ডা” এপ্রিল-জুন ২০২৩ সংখ্যার মোড়ক উন্মোচন হয়েছে।

মোড়ক উন্মোচনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমী, নির্বাহী সমন্বয়ক ফরহাদ জামান জনি, চৈতগ্রাম প্রতিষ্ঠাতা প্রকাশ মজুমদার বাবু, দৈনিক ন্যায়ের আলো’র সম্পাদক ও প্রকাশক প্রকৌশলী জাহিদুল আলম আল-জাহিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিরন্তন চিরু, সাংবাদিক সুজিত সাহা প্রমুখ।

ছোটগল্প, বই রিভিউ, চলচ্চিত্র, নারী প্রসঙ্গ, কবিতা, উৎসব, ভ্রমণ বৃত্তান্ত ইত্যাদি বিষয়ে উন্মুক্ত লেখা-লেখি প্লাটফর্ম হিসেবে কাজ করবে টঙের আড্ডা।

টঙের আড্ডা সম্পাদক: ফারিহা তাসনীম সম্পাদনা সহযোগী সৌরভ মজুমদার, নুশরাত সুলতানা ফারিন। প্রচ্ছদ: ফারিহা তাসনীম যোগাযোগ: tongeradda1802@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button