সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন
প্রথম আলোর গ্রেপ্তারকৃত সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (২ এপ্রিল) দুপুরে নগরীর চাষাড়ার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে কর্মসূচিটি পালন করা হয়।
মানববন্ধনটির আয়োজন করেগ ণমাধ্যমকর্মীদের পাঠচক্র ভিত্তিক সংগঠন ‘অনুশীলন’। মানববন্ধনে অংশগ্রহণ করে গণমাধ্যমকর্মী, শিল্পী, সংস্কৃতিকর্মী, রাজনৈতিককর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। সেখান থেকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি করা হয়।
মানববন্ধনে রফিউর রাব্বি বলেন, মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে আনার জন্য মুক্তিযুদ্ধ করেছি। আমরা দুশাসন থেকে পরিত্রাণের জন্য মুক্তিযুদ্ধ করেছে। কিন্তু আজে ৫২ বছর পরে কি চেহারা দাড়িয়েছে দেশের। সুশাসন প্রতিষ্ঠিত হয় নাই। পাকিস্তান আমলে ভোট দেওয়ার স্বাধীনতা অন্তত ছিল। আজকে মানুষের ভোটের স্বাধীনতা নাই। কথা বলার স্বাধীনতা নাই। বিচার পাওয়ার স্বাধীনতা নাই। আইন দিয়ে সকলের কন্ঠ রোধ করতে চাইছে।
প্রথম আলোর সাংবাদিককে গ্রেপ্তারের কথা উল্লেখ করে বলেন, শামসুজ্জামানকে কেন গ্রেপ্তার করা হলো। শাসক গোষ্টিরা বলে বেড়ায় মানুষ না খেয়ে থাকে না।
মানববন্ধনে অংশ নিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সমন্বয়ক ভবানী শংকর রায়, প্রধাম আলোর জেলা প্রতিনিধি মজিবুল হক পলাশ, সংবাদদাতা গোলাম রাব্বানী শিমূল।