স্বামীকে বাঁচাতে কিডনি দিবে স্ত্রী, নেই অপারেশন করার টাকা

অটো চালক স্বামী আরিফুল ইসলামের দুই কিডনিই নষ্ট হয়ে গেছে, তাকে বাঁচাতে একটি কিডনি দিবে স্ত্রী ফারজানা আক্তার। কিন্তু স্ত্রীর দেহ থেকে স্বামীর দেহে কিডনি স্থানান্তরের যে টাকার প্রয়োজন, সেই টাকা নেই তাদের কাছে। তাই সহযোগীতার আশায় দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন অসহায় এই দম্পতি।

নারায়ণগঞ্জের জালকুড়ির তালতলার আজিজ মাস্টারের বাসায় ভাড়া থেকে ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন। গ্রামের বাড়ি বগুড়ার কাহালু থানার জামগ্রামের কৃষ্ণপুরে। তার বাবার নাম মো. আফছার আলী।

আরিফুলের স্ত্রী ফারজানা আক্তার একই গ্রামের বাসিন্দা। তাদের একটি শিশু সন্তান রয়েছে।

ফারজানা আক্তার জানান, উচ্চ রক্তচাপের কারণে গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের পপুলারে ডা. আরিফুর রহমানকে দেখিয়েছেন স্বামীকে। পরীক্ষা-নিরিক্ষার পর জানতে পারেন, তার স্বামীর কিডনি অর্কেজ হয়ে গেছে। পরে চিকিৎসকদের পরামর্শে রাজধানী ঢাকার শ্যামলীতে অবস্থিত সিকেডি এন্ড ইউরোলজি হাসপাতালে যান। সেখানে প্রতি সাপ্তাহে ২ বার ডায়ালাইসিস্ করাচ্ছেন। এখন চাইছেন একটি কিডনি তার স্বামীকে দিবে। কিন্তু অর্থ অভাবে দিতে পারছেন না।

ফারজানা আক্তার বলেন, আমার স্বামীকে বাঁচাতে সকলের কাছে সহযোগীতা চাই।

যোগাযোগের ঠিকানা: ০১৬৩০৬২৫১৮১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button