ফটো জার্নালিস্টস এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার ইফতার ও দোয়া অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়ার আয়োজন করেছে। সোমবার (৩ এপ্রিল) বাদ আসর চাষাড়ায় বিপিজেএ’র নিজ কার্যালয়ে ওই ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়ার অনুষ্ঠানে জেলা শাখার সভাপতি এনামুল হক সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এইচ মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন।
জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল বলেন, সমাজে ও রাজনীতিতে ফটো সাংবাদিকরা অত্যন্ত গুরুত্বপূর্ন ভুমিকা করেন। ছবি হচ্ছে কালের স্বাক্ষী। একটি ছবি পারে একটি বিপ্লব ঘটাতে। তিনি ফটো সাংবাদিকদের অনুরোধ করে বলেন কোথাও কোন সমস্যার বিষয়ে আমার যদি কিছু করনীয় থাকে তাহলে আমাকে তথ্য দিয়ে সহযোগীতা করবেন। ফটো জার্নালিস্ট এসোসিয়েশনেরও যে কোন প্রয়োজনে আমি আছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি তাপস সাহা, হাবিবুর রহমান শ্যামল, বর্তমান কমিটির সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কেএইচ মিলন, যুগ্ম সম্পাদক হাসান উল রাজিব, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, অর্থ সম্পাদক কাইয়ুম খান, প্রচার সম্পাদক শাহিদ হোসেন, ক্রীড়া সম্পাদক সোহলে রানা, নির্বাহী সদস্য বিশাল আহমেদ ও আমির হোসেন, সাবেক সিনিয়র সহ সভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, সাবেক যুগ্ম সম্পাদক মুক্তার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সচিব ও সাবেক অর্থ সম্পাদক হাজী আলমাছ।