নারায়ণগঞ্জে স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ শুরু
নারায়ণগঞ্জে স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য বিতরণের ব্যবস্থা শুরু হয়েছে। এই কার্ডের মাধ্যমে কোন ধরণের ভোগান্তি ছাড়াই গ্রাহকরা স্বল্প সময়ে নিজ এলাকা থেকে টিসিবির পণ্য সংগ্রহ করতে পারবেন।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌসসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
যার মাধ্যমে জেলার সকল উপজেলা, ইউনয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোতে টিসিবির পণ্য যথাযথভাবে ব্যবহার হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা যাবে। ডিলার বা জনপ্রতিনিধিদের কেউ কোন ধরণের অনিয়ম বা দূর্ণীতির চেষ্টা করলে সাথে সাথে তা এ্যাপসে ধরা পড়বে।
এছাড়া কোন গ্রাহক নির্ধারিত বরাদ্দের বেশি একাধিকবার পণ্য ক্রয়ের চেষ্টা করলে সেটিও এই এ্যাপস নিয়ন্ত্রন করবে। কোন ডিলার কতজন গ্রাহকের মাঝে কি পরিমান পণ্য সরবরাহ করেছেন সেই হিসেব তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন এই এ্যাপসের মাধ্যামে জানতে পারবে।
নারায়ণগঞ্জ জেলায় বরাদ্দকৃত দুই লাখ এক হাজার চারশ’ বিশটি স্মার্ট কার্ডের মধ্যে এক লাখ সত্তুর হাজার কার্ড গ্রাহকের কাছে পৌঁছে দেয়া হয়েছে। আগামি রমজানের পূর্বে সকল গ্রাহকের হাতে তাদের স্মার্ট কার্ড পৌঁছে দেয়াসহ শতভাগ সেবা প্রদানের প্রত্যাশা করছে জেলা প্রশাসন।