চৌধুরীবাড়িতে আইডিয়াল মোবাইল জোনে প্রায় ৫ লক্ষ টাকার ফোন চুরি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোদনাইল চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ডে অবস্থিত আইডিয়াল মোবাইল জোন নামক মোবাইল দোকান হতে প্রায় ৫ লক্ষ টাকার স্মার্টফোন চুরি হয়ে গিয়েছে।
আজ ৬ এপ্রিল ২০২৩ সকাল ৬:৫৭ পর হতে সকাল ৮:১০ টা সময়ের মধ্যে প্রায় ১১ জনের এক দূর্ধষ চোরের গ্রুপ দোকানের সাটার ভেঙে বিভিন্ন দামী স্মার্টফোন ও ফিচার ফোনসহ ক্য়াশ টাকা লুট করে নিয়ে যায়। এসময় ফোনের সু-কেস ভেঙে ফেলার সময় গ্লাসে আঘাত করলে হাত কেটে পুরো দোকানের বিভিন্ন স্থানে রক্তাক্ত হয়ে যায়।
এই চুরি চলাকালে মার্কেটের পাহাড়াদার গার্ডের অবহেলা রয়েছে বলে অভিযোগ করেছেন দোকানটির মালিকপক্ষ। সিসিটিভি ফুটেজেও এর প্রমাণ মিলেছে।
এই ঘটনায় দুপুর ১ টায় সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঘটনার বিস্তারিত বিবরণ শুনে আলামত সংগ্রহ করে তাৎক্ষনিক ব্যবস্থা নিতে নির্দেশ দেন। চোরচক্রকে শীঘ্রই গ্রেফতার করা যাবে বলে আশস্ত করে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করেন।
এদিকে এই চাঞ্চল্যকর চুরির ঘটনায় ব্যবসায়ীদের মনে আতঙ্ক দেখা দিয়েছে। ব্যবসায়ীদের দাবী চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। নিরাপদ ব্যবসার পরিবেশ তৈরী ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।