আড়াইহাজারে যুবদল নেতা মাহাবুবুল আলম হত্যার ঘটনায় মামলা
আড়াইহাজারে দুপ্তারা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুবুল আলম হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৫ এপ্রিল) রাতে নিহত মাহাবুবের বড় ভাই মহিবুর বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে আড়াইহাজার থানায় একটি মামলা করেন।
মামলায় দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ৬নং ওয়ার্ডের সভাপতি হাসমত আলীকে প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন- কিছমত আলী, কামাল, ডলি আক্তার, ইব্রাহীম, আবু তাহের, আইয়ুব, হান্নান, অনিক, আলামিন, শান্ত, নূরা, সাইফুল ও আমান।
এর আগে গত ৪ এপ্রিল আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের সিংরাটি এলাকায় পাওনা টাকার জেরে মাহাবুব আলমকে রাস্তা থেকে তুলে নিয়ে নির্মমভাবে পিটিয়ে, কুপিয়ে ও চোখ তুলে হত্যা করা হয়।
নিহত মাহাবুব দুপ্তারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সিংরাটি এলাকার হাজী আব্দুল হানিফার ছেলে। তিনি দুপ্তারা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানান, একই গ্রামের হাশমত মিয়ার কাছে মাহাবুব একটি জমি বিক্রির জন্য ৩ লাখ টাকা বায়না নিয়েছিলেন। কিন্তু কিছুদিন যাবৎ হাশমত বায়নার টাকা ফেরৎ চাচ্ছিলেন। এর জের ধরে মঙ্গলবার কালিবাড়ি এলাকা থেকে মাহাবুবকে হাশমত আলীর নেতৃত্বে একদল লোক তুলে নিয়ে যায়। পরে হাশমত আলী সিংরাটি এলাকার তার নিজ বাড়িতে নিয়ে একটি কক্ষে মাহাবুবকে আটকে রেখে দীর্ঘ সময় ধরে মারধর করেন। তাদের মারধরে মাহাবুব গুরুতর আহত হয়ে পড়লে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব গণমাধ্যমকে বলেন, হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।