রমজানে মাসব্যাপী আবাসিক রোগীর স্বজনদের সেহরি’র বিতরণে শাহবাজ ফাউন্ডেশন
রমজানে মাসব্যাপী আবাসিক রোগীর স্বজনদের সেহরি'র বিতরণে শাহবাজ ফাউন্ডেশনের এক অনন্য দৃষ্টান্ত
শেখ মঈনুল আজাদ, চট্টগ্রাম প্রতিনিধি: মাহে রমজানের প্রতি রাতে রাজধানীর ঢাকায় ‘শাহবাজ ফাউন্ডেশন’ এর উদ্যোগে রোগীর স্বজনদের সেহরি বিতরণ করা হচ্ছে।
এই আয়োজন এর নেতৃত্ব দেন শেখ ফাহিম ফয়সাল এবং সুমা রহমান।
কার্যক্রমটি সম্পর্কে শেখ ফাহিম ফয়সাল বলেন, “পুরো মাসব্যাপী রোগীর স্বজনদের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজধানী ঢাকায় পথচারী থেকে শুরু করে, ফুটপাতে বসবাসরত মানুষসহ অনেক অসহায় মানুষদেরকে ইফতার দেওয়া হয়ে থাকে অনেক সংগঠন থেকে। আমরাও দেই। এবারও দিচ্ছি। কিন্তু, রমজানে আবাসিক রোগীদের স্বজনদের জন্য সেহরি করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। সে ভাবনা থেকেই আমাদের এই উদ্যোগ।”
ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট হজরত সৈয়দ হুসাইন শাহবাজি বলেন, এই উদ্যোগে সহযোগিতা করেছে, সাইপ্রাস ইসলামিক এসোসিয়েশন আল হাশিম ট্রাস্ট এবং দ্যা স্পেস বাংলাদেশ। প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৫০০ জন মানুষকে সেহরি দেওয়া হচ্ছে। যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে, তাদেরকে ধন্যবাদ। কেউ যদি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চায়, আমরা তাদেরকেও স্বাগত জানাচ্ছি।
পুরো রমজান ব্যাপী এই কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় সংগঠনটির।