বিশ্ব

ফ্রান্সে তুষারধসে ৪ জন নিহত, নিখোঁজ ২

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের মন্ট ব্ল্যাঙ্কের কাছে রোববার তুষার ধসে চারজন মারা গেছে ও দুইজন নিখোঁজ রয়েছে।
কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
হাউট-সাভোই বিভাগের সংশ্লিষ্ট দপ্তর জানায়, নিহতদের মধ্যে দুজন পর্বত গাইড রয়েছে। আর্মানসেট হিমবাহে তুষারধসে তারা প্রাণ হারায়।
আল্পস পর্বতমালায় এখনো নিখোঁজ দুই ব্যক্তির উদ্ধার অভিযানে সাহায্য করতে সেখানে উদ্ধারকর্মীদের ডেকে পাঠানো হয়েছে।
ওই দপ্তর জানায়, সেখানে তুষারধসে এক ব্যক্তি সামান্য আহত হলেও অপর আটজন অক্ষত রয়েছে।
তারা আরো জানায়, এই অঞ্চলে তুষারধসের ব্যাপারে ফ্রান্সের আবহাওয়া সংস্থা মেটিও’র কোন সতক র্বাতা ছিল না। তবে উষ্ণতা ও বাতাসের সংমিশ্রণে এই তুষারধস ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ টুইটারে লিখেছেন, ‘আমরা হতাহতসহ তাদের পরিবারের কথা ভাবছি।’
তিনি আরো লিখেছেন, ‘বরফের মধ্যে আটকে পড়াদের খুঁজে বের করার জন্য আমাদের জরুরি পরিষেবাগুলোকে সচল করা হয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button