নারায়ণগঞ্জ বঙ্গবন্ধু সড়কে ‘হকার-মেয়র’ সংঘর্ষ, তদন্তভার পেলো সিআইডি

নারায়ণগঞ্জ মহানগরীর বঙ্গবন্ধু সড়কে মেয়র সেলিনা হায়াৎ আইভী ও হকারদের সংঘর্ষের ঘটনায় মেয়রের পক্ষে দায়ের করা হত্যা চেষ্টা মামলার তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসাদ বেগমের আদালত এই আদেশ দেন।

এর আগে, ওই ঘটনায় পিবিআইয়ের দেওয়া চার্জশীটের নারাজী আবেদন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। আদালত নারাজী গ্রহণ করে সিআইডিকে এ নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন বলেন, মেয়র আইভীর উপর হামলার ঘটনায় আদালতে পিবিআই এর দেয়া অভিযোগে বাদীপক্ষ সন্তুষ্ট হতে পারেনি। তাই বাদী আদালতে নারাজি আবেদন করেন। সেই নারাজির আবেদনের পেক্ষিতে আদালত আমাদের নারাজির আবেদন গ্রহণ করে মামলাটির অধিকতর তদন্তের জন্য সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই সাথে পরবর্তী তারিখে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *