বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ দিতে প্রস্তুত দুরপাল্লার ৪০টি বাস
আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৩ উপলক্ষে ঘরমুখি মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
আগামী ১৪ এপ্রিল থেকে এই সার্ভিসের আওতায় চলবে বাস। এর আগে, গত ৯ এপ্রিল থেকে বিআরটিসির সংশ্লিষ্ট কাউন্টার থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়। আগামী ২৩ এপ্রিল পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে।
জানা গেছে, নারায়ণগঞ্জের যাত্রীরা চাষাঢ়া বিআরটিসি টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। পরে, সময় অনুযায়ী তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিবে বাস। নারায়ণগঞ্জ থেকে ঢাকা-গোসাইরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ,বগুড়া, গাইবান্ধা ও পাবনা যেতে পারবে যাত্রীরা।
নারায়ণগঞ্জ বাস ডিপোর ম্যানেজার শাহারিয়ার বুলবুল জানান, ‘আমাদের মোট ৪০টি বাস ‘ঈদ স্পেশাল সার্ভিস’ এর জন্য প্রস্তুত রয়েছে। বর্তমানে টিকিটের তেমন কোন চাহিদা দেখছিনা, তবে সামনে চাপ বাড়তে পারে।’
তিনি আরও জানান, ‘আমাদের এখান থেকে টিকিটেও যাত্রা চলবে, আবার রিজার্ভেও চলবে। পাশাপাশি যাত্রাবাড়ীর ওইখান থেকে আমাদের এসি বাসেরও ব্যবস্থা আছে।’
এদিকে, যাত্রী সাধারণকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ এর সেবা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছে (বিআরটিসি)।