নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির ২০ ও ২১নং ওয়ার্ড কমিটি গঠন

নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির ২০ ও ২১নং ওয়ার্ডে কমিটি গঠন করা হয়েছে। ২০ নং ওয়ার্ডের সভাপতি হয়েছেন সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক লিটন শিকদার এবং ২১ নং ওয়ার্ডের সর্বোচ্চ নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান ও সাজন সম্পাদক শহিদুল ইসলাম।

সোমবার (১০ এপ্রিল) বিকেলে বন্দর বেপারীপাড়া সিফাত কমিউনিটি সেন্টারে সম্মেলনের মাধ্যমে কমিটি দুটি গঠন করা হয়। এতে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু।

২০নং ওয়ার্ড জাতীয় পার্টির নবনির্বাচিত সভাপতি মনির হোসেন এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান বাদল, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক রিপন ভাওয়াল সম্মেলনের সঞ্চালনা করেন ২১নং ওয়ার্ড জাতীয় পার্টির নব নির্বাচিত সভাপতি কামরুজ্জামান।

আরো উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি পলি বেগম, মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ শাহ আরো বক্তব্য রাখেন ২১নং ওয়ার্ড জাতীয় পার্টির সহ সভাপতি জুম্মন, ফরহাদ উল্লাহ প্রমুখ।

সম্মেলনে মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদ আমাদের মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে উপাধি দিয়েছে। আমাদের সংসদ সদস্য সেলিম ওসমান নিজেও একজন মুক্তিযোদ্ধা আগামী নির্বাচনে আমরা ঘরে ঘরে গিয়ে ওনার জন্য ভোট চেয়ে বিজয়ী করবো।

জেলা যুব সংহতির সভাপতি রিপন ভাওয়াল বলেন, আপনারা সবাই লক্ষ্য রাখবেন যাতে কেউ আমাদের দলের সাইনবোর্ড ব্যবহার করপ কোন অপকর্ম না করতে পারে কোন খারাপ মানুষ নেশাগ্রস্থ কেউ দলে স্থান পাবেনা। নির্বাচন এখনো অনেক ধেরী। আমাদের এমপি সেলিম ওসমান ব্যক্তি হিসেবে নির্বাচনজয়ী হওয়ার মত যোগ্যতা অর্জন করেছেন। তার ব্যক্তিগত উন্নয়নের কথা সবার ঘরে ঘরে পৌছে দিতে হবে।

মহামগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, জাতীয় পার্টিকে নারায়ণগঞ্জে দূর্গ হিসেবে গড়ে তুলতে হবে  প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী করে গড়তে আমরা নেতৃবৃন্দরা এমপি সেলিম ওসমানের নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছি।

মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল বলেন, আপনারা জাতীয় পার্টিকে এমন ভাবে বেড়ে তুলবেন যেখানে কোন ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী থাকবেনা। দলের নামে কেউ চাদাবাজী করবেনা, প্রতিটি ঘরে ঘরে জাতীয় পার্টির কর্মী থাকবে।

জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের জাতিরশ্রেষ্ঠ সন্তান ঘোষণা করেছিলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছেন, ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল ফ্রির ব্যবস্থা করছেন এই কথা গুলো মানুষের মাঝে প্রচার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *