১৫ নং ওয়ার্ডে কৃষকের বাজার কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের কৃষকের বাজার কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বিকাল ৪টায় ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও বাজার কমিটির সভাপতি জনাব অসিত বরণ বিশ্বাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাজার কমিটির সদস্য বাবু শংকর সাহা, বাবু সজল সাহা, মিজানুর রহমান টুলু, হিমাদ্রী সাহা, গাজী মোঃ সালাউদ্দিন, হাজী মুরাদ হোসেন, রমেন সরকার, অজয় কুমার বিশ্বাস, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ শাহজাহান মিয়া, রুমা মোদক, কবিতা সূত্রধর, ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট এর কো-অর্ডিনেটর জিয়াউর রহমান, ঢাকা ফুড সিস্টেম প্রকল্পের প্রতিনিধি আনোয়ারুল ইসলাম, কৃষি বিশেষজ্ঞ মোঃ জনি মিয়া ১৫ নং ওয়ার্ড সচিব মোঃ আবুল কালাম প্রমুখ।
জনস্বাস্থ্যের কথা চিন্তা করে এমতাবস্থায় কৃষকের বাজারকে অবশ্যই টেকশই করতে হবে। মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আগামী মে মাসে ইতালীর রোমে কৃষকের বাজার বিষয়ে আন্তর্জাতিক সেমিনারে অংশ নিবে। আমরা আশা করছি তিনি দেশে ফিরে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে কৃষকের বাজার বিষয়ে আশানুরুপ সিদ্ধান্ত নিবেন।