রাজনীতি
ডাঃ জাফরুল্লাহ চৌধুরী ছিলেন কিংবদন্তি : তৈমূর আলম খন্দকার
ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক, মরহুমের রুহের মাগফেরাত ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ডক্টর তৈমুর আলম খন্দকার।
এক শোকবার্তায় ডক্টর তৈমুর আলম খন্দকার বলেন, ডাঃ জাফরুল্লাহ চৌধুরী আমাকে স্নেহ করতেন। তিনি একাধিকবার আমার লেখা বই প্রকাশনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং রুপগঞ্জে ভূমিদস্যুদের বিরুদ্ধে আমার নেতৃত্বে করা প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে মানববন্ধনে অসুস্থ শরীরেও উপস্থিত থেকেছেন। আমি ও রুপগঞ্জবাসী ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর প্রতি কৃতজ্ঞ।
ডক্টর তৈমুর ডাঃ জাফরউল্লাহর মুক্তিযুদ্ধ চলাকালীন ভূমিকা ও স্বাধীনতা পরবর্তী সময়ে গ্রামীন স্বাস্থ্য অবকাঠামো গড়ে তোলার স্মৃতি চারন করে বলেন, তিনি ছিলেন আমাদের কিংবদন্তি। তার চলে যাওয়ায় আমাদের এগিয়ে যাওয়ার পথ থমকে গেল, হক কথা চর্চার পথ আরো পিচ্ছিল হয়ে গেল।