প্রধান সংবাদ

শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার প্রদান

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার প্রদান করেছে ঢাকা জেলা প্রশাসন।
আজ দুপুরে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হেদায়েতুল ইসলাম।
এর আগে সকাল সাড়ে ১০টা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানান। এ জন্য কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি অস্থায়ী মঞ্চ বানানো হয়। সেখানে রাখা হয় ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ। এ সময় স্ত্রী শিরীন হকসহ পরিবারের সদস্যরা পাশে ছিলেন।
প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন ইউজিসির সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য একে আজাদ চৌধুরী। পরে শ্রদ্ধা নিবেদন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূইয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ঢাবির সাবেক উপাচার্য আনোয়ারুল্লাহ চৌধুরী, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনজিমা সামস্, ডা. মো. আবদুস সাত্তার, গণস্বাক্ষরতা অভিযানের সভাপতি রাশেদা কে চৌধুরী।
এছাড়া জাতীয় পার্টি (কাজী জাফর), সম্মিলিত সাংস্কৃতিক জোট, গণসংহতি আন্দোলন, গণফোরাম, বাংলাদেশ জাসদ, ১২ দলীয় জোট, বাম গণতান্ত্রিক জোট, মহিলা পরিষদ, গণস্বাস্থ্য পরিবার, আহমদ গার্লস হাই স্কুল, গণসাংস্কৃতিক ফ্রন্ট, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি, আ স ম আব্দুর রব, বাংলাদেশ যুব মৈত্রী, গণমুক্তি ইউনিয়ন, নারীপক্ষ, সংহতি সাংস্কৃতিক সংসদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, মুক্তিযুদ্ধ জাদুঘর, ভাসানী অনুসারী পরিষদ, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট, শ্রমজীবী নারী মৈত্রী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), সংগীত ডেভেলপমেন্ট ফোরাম, গণতান্ত্রিক বাম ঐক্য, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘ, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র, গণস্বাস্থ্য সংস্থা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, জাতীয় মুক্তি কাউন্সিল, ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেল্থ, ডক্টরস ফর হেল্থ অ্যান্ড এনভায়রনমেন্ট, বাংলাদেশ কংগ্রেস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গার্মেন্টস শ্রমিক কেন্দ্র, রিকশা-ভ্যান-ইজিবাইক ইউনিয়ন কেন্দ্র, ইউনিভার্সেল থিয়েটার, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদ, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী), আশা পরিবার, গ্রীণ ভয়েস, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, বাংলাদেশ হকার্স ইউনিয়ন, এলআরডি পরিবার, বাংলাদেশ আইনজীবী সংসদ কেন্দ্রীয় কমিটি, ব্রাক পরিবার, ফ্রিডম ফাইটার্স কাউন্সিলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এরপর ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ নেয়া হয় সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে বেলা আড়াইটার দিকে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
আগামীকাল সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদনের জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে নেয়া হবে। জুমার নামাজ শেষে সেখানে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার রাত ১১টায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. জাফরুল্লাহ চৌধুরী ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button