গার্মেন্ট শ্রমিক সংহতি চট্টগ্রাম ই.পি.জেড শাখার কার্যালয় উদ্বোধন ও ইফতার আয়োজন
১৪.০৪.২০২৩ রোজ শুক্রবার বিকাল ৫টায় বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি, চট্টগ্রাম জেলার ই.পি.জেড শাখার কার্যালয় শুভ উদ্বোধন ও ইপিজেড শাখা প্রতিনিধিদের ইফতার ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জননেতা হাসান মারুফ রুমী, সমন্বয়ক, গণসংহতি আন্দোলন, চট্টগ্রাম জেলা। উপদেষ্টা বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম-সমন্বয়ক হাসান মুরাদ শাহ, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহবায়ক চিরন্তন চিরু, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য প্রকৌশলী জাহিদুল আলম আল-জাহিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি ই পি জেড শাখার সমন্বয়ক শ্রমিকনেতা মো. সোহাগের সভাপতিত্বে ও যুগ্ম সমন্বয়ক লোকমান হোসেন জনির সঞ্চালনায় বক্তব্য রাখেন ডাক্তার মিন্টু বড়ুয়া, সমাজ সেবক মোহাম্মদ নাসির, গার্মেন্টস শ্রমিক ইপিজেড শাখা’র সদস্য সচিব মোঃ কামাল, যুগ্ন আহবায়ক মোঃ জুয়েল, যুগ্ন আহবায়ক রহিমা আক্তার, শিউলি আক্তার, পারভিন আক্তার, আলফাত বেগম, মোঃ ফজলুল করিম, মোহাম্মদ মিজান নেতৃত্ব ২৫ হাজার সর্বনিম্ন মজুরি আদায়ে আসু বিভিন্ন কর্মসূচি দেশব্যাপী সকল কর্মস্থলে ছড়িয়ে দেওয়ার জন্য সমন্বিত আলোচনা ও কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেন।