গার্মেন্ট শ্রমিক সংহতি কালুরঘাট শিল্পাঞ্চল শাখার ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি
কালুরঘাট শিল্পাঞ্চল শাখার ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন।
রানা প্লাজার শ্রমিক হত্যার দশ বছর ও
দোষীদের শাস্তি ,২৫ হাজার টাকা মজুরির দাবি, ঈদের আগে বেতন বোনাস সহ শ্রমিকদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে
আজ বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি চট্টগ্রাম জেলার উদ্যোগে কালুরঘাট শিল্পাঞ্চলে আলোচনা সভা ও ইফতারের
আয়োজন করা হয় শ্রমিক নেতা মোঃ সাইফুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির
চট্টগ্রাম জেলা সমন্বয়কারী মিজানুর রহীম চৌধুরী, আলোচক ছিলেন গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলার যুগ্ম সমন্বয়কারী শহিদ শিমুল, চট্টগ্রাম জেলার সদস্য এডভোকেট শাহাদাৎ হোসেন মানিক। আলোচনা শেষে উপস্থিত কালুরঘাট শিল্পাঞ্চলের সদস্যদের সর্বসম্মতি ক্রমে কেন্দ্রীয় ও জেলা নেতাদের উপস্থিতিতে মোঃ সাইফুল কে আহ্বায়ক, মোঃ আলাউদ্দিনকে যুগ্ম আহ্বায়ক মোঃ মনিরকে সদস্য সচিব ও অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন মানিককে যুগ্ম সদস্য সচিব করে ২৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।