নারায়ণগঞ্জে বেশী দামে গরুর মাংস বিক্রি, ৩৩ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে গরুর মাংসের দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে শহরের অন্যতম কাচাবাজার দিগুবাবুর বাজারের পরিচালিত অভিযানে গরুর গোস্ত বিক্রেতা দুই দোকানীকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ে সহকারী পরিচলক মো: সেলিমুজ্জামান।
সেলিমুজ্জামান জানান, ক্রস গরুকে দেশী গরুর গোশত বলে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের সাথে প্রতারণা করার অপরাধে এবং সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করে বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারায় মোহাম্মদ আলী গোস্ত বিক্রেতাকে ৩০ হাজার টাকা এবং হযরত আলী গোশতের বিক্রেতাকে ৩৮ ধারায় ৩ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। তিনি আরো জানান যারাই ক্রেতাদের সাথে প্রতারণা করবে কিংবা সিন্ডিকেট করে বেশী দামে বিক্রি করবে তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেন জেলা জেলা ক্যাবের প্রচার সম্পাদক আবু সাইদ পাটোয়ারী রাসেল ও জেলা পুলিশের একটি টিম।।