রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
![](https://dailynayeralo.com/wp-content/uploads/2023/04/fotor_2023-4-16_17_17_32.png)
পূর্ব বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মেহেদী হাসান সজিব নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে তার সহপাঠিরা। দুপুরে উপজেলার গাউছিয়ায় ভুলতা স্কুল এন্ড কলেজের মাঠে ওই শিক্ষার্থীকে হত্যা করা হয়।
নিহত মেহেদী হাসান সজিব (১৬) উপজেলার গোলাকান্দাইল ইনিয়নের বলাইখা গ্রামের সফিকুল ইসলামের ছেলে।
নিহতের স্বজন ও সহপাঠিরা জানায়, আজ ভুলতা স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার মডেল চেষ্টা পরীক্ষা চলছিলো। পরীক্ষা শেষ হলে সজিব ক্লাসের বাইরে বের হলে তাকে মাঠে নিয়ে যায় সহপাঠিরা। মাঠে যাওয়ার পরপরই তারা সজিবকে কুপিয়ে হত্যা করে।
অতিরিক্ত পুলিশ সুপার (রূপগঞ্জ) আবির হোসেন জানান, প্রেম ঘটিত বিষয় নিয়ে সহপাঠিদের সাথে পূর্ব বিরোধের জেরে ওই শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ও হত্যা জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।