রূপগঞ্জে স্কুল ছাত্র হত্যাকান্ডের ঘটনায় মামলা
রূপগঞ্জে মেহেদী হাসান (১৬) নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) নিহত সজিবের পিতা শফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় ভুলতা স্কুল এন্ড কলেজের এসএসসি পরিক্ষার্থী ও নিহত সজিবের সহপাঠী শামীম (১৮), শাকিব (১৮), টুটুল (১৮), সজিব (১৮), আবু বক্কর (১৯) ও রাহিমকে (১৮) এজাহার নামীয় ও অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামী করা হয়েছে। তাদের বাড়ি ভুলতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
এর আগে, গত ১৫ এপ্রিল বেলা সাড়ে এগারোটায় মেহেদী হাসান সজিব বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষার প্রবেশপত্র সগ্রহ করতে স্কুলে আসে। এসময় তার ওই সহপাঠীরা দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে সজিবকে ডেকে নিয়ে যায়। পরে বিদ্যালয়ের গেটের বাইরে খোলা মাঠে তাকে কুপিয়ে হত্যা করে।
মামলার বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ বলেন, স্কুল ছাত্র সজিব হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।