নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ১১ নং ওয়ার্ড শাখা কমিটির প্রস্তাবিত সভাপতি প্রার্থী দানবীর সেলিম আহমেদ হেনার ব্যক্তিগত উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও এলাকায় অসহায় মানুষের মাঝে অর্থ উপহার প্রদান করা হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) সকাল সারে ১০টার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ‘অর্থ উপহার’ তুলে দেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।
এসময় সেলিম আহমেদ হেনার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. হান্নান আহমেদ দুলাল। আরও উপস্থিত ছিলেন- এড. নুরুল হুদা, এড. সেলিনা ইয়াসমিন, এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য এডঃ খোকন সাহা বলেন, ‘নেত্রী দলীয় ভাবে ইফতার মাহফিল না করে, সেই অর্থ অসহায় মানুষের মাঝে ‘উপহার’ হিসেবে প্রদানের নির্দেশ দিয়েছেন। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা রোজার শুরু থেকে নেত্রীর নির্দেশ পালন করছেন।’
‘অন্যদিকে বিএনপি-জামাতেরা ইফতারে নামে নাশকতার পরিকল্পনা করছেন। বিএনপির সকল ষড়যন্ত্র আমাদের ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করতে হবে। ওরা আগামীতে দেশে মানুষের সাথে যে আচারন করবে, ঠিক সে ভাবেই তার জবাব দিবো। অনেক সহ্য করেছি, আর পারছি না। ওদের বক্তব্য শুনে মনে হয় আমাদের বয়স ২৫/৩০ হয়ে গেছে ‘
নেতৃবৃন্দদের উদ্দেশ্যে খোকন সাহা আরও বলেন, ‘আমি কি বলতে চাই আশা করি এটা আপনারা উপলব্ধি করতে পারছেন। খুনি জিয়া, এতিমের টাকা আত্মসাৎকারী খালেদা জিয়া, আর আগুন সন্ত্রাসীদের মহানায়ক খুনি তারেক জিয়ার আচরণের কথা আমরা ভুলি নাই। ওদের অতিত কর্মকান্ড বাদ দিয়ে গনতন্ত্রের পথে চলতে হবে। এর কোন ব্যাতিক্রম পথে চললে, আমাদের নেত্রী শেখ হাসিনা কিনবা আমাদের নারায়ণগঞ্জের নেতা শামীম ওসমান আমাদের থামাতে পারবে না। আপনার প্রস্তুত থাকবেন ঈদের পরে খেলা হবে-ওদের সাথে, ফাইনাল খেলা।’