বিশেষ সংবাদ
বেনাপোলে শিশু বন্ধু ক্লাবের উদ্যোগে ২ টাকায় ইফতার বিতরণ
বেনাপোলে শিশু বন্ধু ক্লাব এর সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ সকল সদস্যদের প্রচেষ্ঠায় প্রায় ৪৫০ জন পথচারীদের মাঝে ২ টাকায় ইফতার দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন শিশু বন্ধু ক্লাব এর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাকিব, সাংগঠনিক সম্পাদক সাজিদ আহমেদ জীম,সহ সভাপতি আরিফ আনজুম, কার্যকারী সদস্য তাসিমুজ্জজামান কাব,মুত্তাকিন তামিম,আকাশ ইসলাম সহ বাকী সদস্য।
এই আয়োজনে দিক নির্দেশনা দেন আশরাফুল আলম উজ্জ্বল। সহযোগিতা করেন উপদেষ্টা ইমদাদুল হক বকুল ও দুল্যক শরীফ।