মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল
মোঃমীমরাজ হোসেন, সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
বন্দর উপজেলার মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি. পরীক্ষার্থীদের বার্ষিক বিদায় ও সফলতা কামনা করে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বৃহস্পতিবার(২৭ই এপ্রিল) আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সাদেক আলীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন খাঁনের সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য আলহাজ্ব মাকসুদর রহমান মাকসুদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,বিদ্যালয় ম্যানেজিং কমিটির কো-অপ্ট সদস্য রিয়াজুর হক রিয়াজ,অভিভাবক সদস্য মন্জুর হোসেন,শাহীন,শরীফ,নীলা,নাসির উদ্দীন,সহকারী প্রধান শিক্ষক মীযানুর রহমান।
পরীক্ষার্থী ও শিক্ষার্থীদের মাঝে ইসলামি সঙ্গীত, নাতে রাসুল, কুরআন তিলাওয়াত ও বক্তব্য রাখেন। অতিথিদের বিদ্যালয় থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। সবশেষে মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুর গাফফার।
মিলাদ ও দোয়া মাহফিলে ২০২৩ সালের এস এস সি পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়৷ এসময় বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।