খেলা

প্রথমার্ধেই বেনজেমার হ্যাট্রিক,জয়ের ধারায় ফিরল রিয়াল

স্প্যানিশ লা লিগায় গত ম্যাচে জিরোনার বিপক্ষে ধরাশায়ী রিয়াল মাদ্রিদ দাপুটে জয়ে কক্ষপথে ফিরেছে।সান্তিয়াগো বার্নাব্যুতে আলমেরিয়াকে উড়িয়ে দিয়ে বার্সালোনার সাথে ব্যবধান কমিয়েছে কার্লো আনচেলেত্তির দল।

শনিবার রাতে ঘরের মাঠে লীগ ম্যাচটি ৪-২ ব্যবধানে জিতে নেয় রিয়াল মাদ্রিদ। দুর্দান্ত ফর্মে থাকা করিম বেনজেমা এই ম্যাচেও পেয়েছেন হ্যাট্রিকের দেখা।প্রথমার্ধেই হ্যাট্রিক পূরণ করে দলের জয় নিশ্চিত করেন এই ফরাসি স্ট্রাইকার। বেনজেমার হ্যাটট্রিকের পর দ্বিতীয়ার্ধে রিয়ালের চতুর্থ গোলটি করেন রদ্রিগো।আলমেরিয়ার হয়ে একটি করে গোল করেছেন লাজারো ও মিডফিল্ডার রবারটোন।

জিরোনার বিপক্ষে হারের হতাশা ভুলে এদিন ম্যাচের শুরু থেকে দাপট দেখায় রিয়াল মাদ্রিদ।গোলের খাতা খুলতে স্বাগতিকদের সময় লাগে কেবল পাঁচ মিনিট।

বাঁ প্রান্ত দিয়ে ভিনিসিয়াস জুনিয়র প্রতিপক্ষ ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বক্সে নিখুঁত এক পাস দেন বেনজেমাকে।পায়ের হালকা স্পর্শেই বল জালে পাঠান রিয়ালের এই ফরাসি ফরোয়ার্ড।১৭ মিনিটে তার করা দ্বিতীয় গোলে অবশ্য বড় অবদান আরেক ব্রাজিলিয়ান রদ্রিগোর।সতীর্থে বাড়ানো পাস ধরে ডান দিক দিয়ে বক্সে ঢুকে রদ্রিগো প্রতিপক্ষ ডিফেন্ডার স্যামু কস্তার শক্তিশালী চ্যালেঞ্জ উত্তরে পায়ের দারুণ কারুকাজে পজেশন ধরে রেখে বাইলাইন থেকে কাটব্যাক করেন। আর প্রথম ছোঁয়ায় জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন বেনজেমা।

৪২তম মিনিটে সফল স্পট কিকে হ্যাটট্রিক পূরণ করেন বেনজেমা।এবারের লা লিগায় ২১ ম্যাচে বেনজেমার গোল হলো ১৭টি।লীগের সর্বোচ্চ গোলদাতা রর্বাট লেভানডফস্কি থেকে মাত্র এক গোল পিছিয়ে আছেন এই ফরাসি ফরোয়ার্ড।দারুণ ফর্মে থাকা বেনজেমার সব প্রতিযোগীতা মিলিয়ে গত ৮ ম্যাচে এটি তৃতীয় হ্যাট্রিক। বিরতির আগে লাজারোর গোলে লড়াইয়ের আভাস দেয় আলমেরিয়া।

তবে দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে রদ্রিগোর গোলে ফের ম্যাচ থেকে ছিটকে যায় অতিথিরা।৬১ আলমেরিয়ান মিডফিল্ডার রবারটোনের গোলটি শুধু ব্যবধানই কমায়।

এই ম্যাচের পর ৩২ ম্যাচে ২১ জয় ও ৫ ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে।৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ।৩২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আলমেরিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button