মহান মে দিবস উপলক্ষে চট্রগ্রামে গনতন্ত্র মঞ্চের আলোচনা সভা অনুষ্ঠিত
আজ ৫ মে শুক্রবার সকাল ১০টায় গণতন্ত্র মঞ্চ জেএসডি দলীয় কার্যালয়ে চট্রগ্রাম গনতন্ত্র মঞ্চের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় শ্রমিকদের অধিকার, বর্তমান সংবিধান সংশোধন এর দাবীর কথা তুলে ধরা হয়।
সভায় নেতাকর্মীরা বর্তমান ফ্যাসিস্ট শাসন রূখে দিতে ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহবান করেন।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, গণতন্ত্র মঞ্চ চট্টগ্রামের সমন্বয়কারী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) – স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. জবিউল হোসেন, আরো বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক জনাব আবু তাহের (জেএসডি, মহানগর), ভাসানী অনুসারী পরিষদ এর সভাপতি জনাব নুরুল আফসার ভূইয়া, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা সমন্বয়কারী জননেতা হাসান মারূফ রুমি, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার যুগ্ম -নির্বাহী সমন্বয়কারী এড: ফাহিম শরিফ খান, গণ অধিকার পরিষদ চট্টগ্রাম জেলার আহবায়ক জসিম উদ্দিন আকাশ ও গণসংহতি আন্দোলন মহানগর কমিটির সদস্য শেখ মঈনুল আজাদ সহ গণতন্ত্র মঞ্চের অন্যান্য নেতৃবৃন্দ।