সিদ্ধিরগঞ্জে র্যাব ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩নং ওয়ার্ডের আদর্শ নগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-১১ যৌথ অভিযান চালিয়েছে। এসময় দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের নেতৃত্ব দিয়েছেন র্যাব-১১ এর পুলিশ সুপার (কোম্পানি কমান্ডার) এম এম মাহমুদ হাসান পিপিএম (বার), পিএসসি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। এসময় কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নারায়ণগঞ্জ এর জয়েন্ট সেক্রেটারি সাংবাদিক বিল্লাল হোসেন রবিন উপস্থিত ছিলেন।
রোববার (৭ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
মো: সেলিমুজ্জামান জানান, অবৈধ প্রক্রিয়ায় ডিস্টিলারি পানি ও প্লাস্টিকের গ্যালন তৈরি এবং বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় খান এন্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা ও আমীন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এছাড়া বিপুল পরিমান ডিস্টিলারি পানি ভর্তি গ্যালন ধংস করা হয়