প্রধানমন্ত্রী খুনিদের সাথে ছবি তুলেন, আপত্তি নাই, তাদের বিচার করুন: এড. মাসুম
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম বলেছেন, ‘বেশি বেশি বলতে বলতে নারায়ণগঞ্জটাকে ওসমান পরিবার বানাইয়া ফেললেন। তাহলে ওসমান নগর বানানিয়ে দেখিয়ে দেন, আপনাদের ক্ষমতা অনেক বেশি। ত্বকী হত্যার পরে র্যাবের কাছে ১৬৪ ধারায় দুইজন জবানবন্দি দিয়েছে। আমি আগে কখনো দেখি নাই যে, ১৬৪ এর আসামী বাইরে থাকে কি করে। অথচ আইনশৃঙ্খলা বাহিনী কোন ভুমিকা রাখছে না।’
সোমবার (৮ মে) ত্বকী হত্যার বিচারহীনতার প্রতিবাদে নগরীর আলী আহাম্মদ চুনকা মিলনায়তনের বাইরে আয়োজিত আলোকপ্রজ্জ্বলন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
এড. মাহবুবুর রহমা মাসুম বলেন, ‘শামীম ওসমান আপনি প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলেন। ছবি তুলে নারায়ণগঞ্জবাসীর কাছে জানান দেন যে, আপনাকে কিচ্ছু করা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী ওই খুনিদের সাথে আপনি ছবি তুলেন, আমাদের আপত্তি নাই; কিন্তু ওই খুনিদের আসামির কাঠগরায় দাড় করান। তাদের বিচার করুন।’
তিনি বলেন, ‘আজ ওরা সারা নারায়ণগঞ্জকে জিম্মি করে রেখেছে। নারায়ণগঞ্জ ওসমান পরিবার না। নারায়ণগঞ্জবাসী ওসমান পরিবারকে ঘৃনা করে। কোনদিন নারায়ণগঞ্জবাসী ওসমান পরিবার হতে পারে না। নারায়ণগঞ্জকে জিম্মি করে এখন নারায়ণগঞ্জকে ওসমান পরিবার বানাচ্ছেন।’
এড. মাসুম আরও বলেন, ‘মাননিয় প্রধানমন্ত্রী আপনি সারা দুনিয়া ঘুরেন, ঘুরতে বাধা নাই। আবার ক্ষমতায় আসতে চান? আসেন। আমাদের কোন আপিত্তি নাই। রাতে ভোট করে বা দিনে ভোট করে; জনগন তা দেখবে। কিন্তু আমাদের দাবি একটাই, ত্বকী হত্যা বিচার চাই।’
এসময় উপস্থিত ছিলেন- নিহত ত্বকীর পিতা সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর রাব্বি, কবি হালিম আজাদ, এবি সিদ্দিকসহ অনেকে।