ফতুল্লায় নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফতুল্লার তল্লা আজমিরিবাগ এলাকায় অভিযান চালিয়ে এক নারী সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার বেলা বারোটার দিকে তাদের কে ফতুল্লা মডেল থানার তল্লা আজমিরিবাগস্থ মডেল গার্মেন্টসের সামনের রাস্তা থেকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার আজমিরিবাগ এলাকার মামুন মিয়ার ভাড়াটিয়া মৃত ডিসান মিজির মেয়ে মোসা: রুকসানা আক্তার রুনা (৩৫),একই থানার পশ্চিম তল্লার মো: এমদাদ হোসেন বাবুর পুত্র মো: শফিকুল ইসলাম পাপ্পু (৩০) ও দক্ষিন কায়েমপুর আনোর গলির মো: উজ্জল
মিয়ার পুত্র মোঃ ফয়সাল (২৫)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা বারোটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এ এইচ এম কামরুজ্জামান, সহকারী উপ-পরিদর্শক রঞ্জিত সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা মডেল থানার তল্লা আজমিরিবাগস্থ মডেল গার্মেন্টসের সামনের রাস্তা অভিযান চালিয়ে এক হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ মোসা: রুকসানা আক্তার রুনা,শফিকুল ইসলাম পাপ্পু ও মোঃ উজ্জল কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।