সোনারগাঁয়ে ক্রেন থেকে লোহা পড়ে শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদীপুর এলাকায় মুনতাহা স্টিল নামের একটি কারখানায় শনিবার (১৩ মে) সকাল ১০টার দিকে ক্রেন থেকে লোহা পড়ে ২৬ বছর বয়সী এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম শাকিল।
নিহত শাকিলের মামা তালেব বলেন, সোনারগাঁওয়ে মুনতাহা স্টিল মিলে কাজ করার সময় ক্রেন থেকে লোহা পড়ে যায়। ওই লোহার নিচে চাপা পড়ে শাকিল। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (ওসি) মাহাবুব আলম জানান, মুনতাহা স্টিল মিলে শ্রমিক শাকিল মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।