খেলাফত মজলিসের বন্দর থানা পশ্চিম শাখার কমিটি গঠন
খেলাফত মজলিসের বন্দর থানা পশ্চিমের সভাপতি মাওলানা ফরিদুজ্জামান ও সাধারণ সম্পাদক এড. আব্দুল্লাহ আল-মামুন নির্বাচিত হয়েছেন। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর আওতাধীন বন্দর থানা পশ্চিম শাখার কমিটি গঠন কল্পে লক্ষণখোলাস্থ মজলিস কার্যালয়ে থানা মজলিসে শূরার এক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডাঃ শরীফ মোহাম্মদ মোসাদ্দেক।
মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর সহ-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সদর থানা সভাপতি হাফেজ কবির হোসাইন, মহানগর সহ-সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, বন্দর থানা পূর্ব শাখার সভাপতি মুফতী আবুল কাসেম, সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভুঁইয়া প্রমুখ।