বিনোদন

বুবলী আমার সাথে ব্ল্যাকমেইল করেছে -শাকিব খান

চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীর মধ্যকার বিয়ের সর্ম্পক আছে কি নেই, এ নিয়ে দুজন পারস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। এবার সংবাদমাধ্যমকে দেয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে শাকিব খান বুবলীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। এমনকি নানা জনের সঙ্গে বুবলীর বিরুদ্ধে অবৈধ স¤পর্ক গড়ে তোলারও অভিযোগও করেছেন। বুবলীর সাথে সম্পর্ক শেষ এ নিয়ে বলতে গিয়ে শাকিব বলেন, আমি কিছু বলতে চাই না। সে যখন বলছে আমাদের মধ্যে এখনো সম্পর্ক রয়েছে তাহলে সেই প্রমাণ দিক। কারণ, সে তো একজন শিক্ষিত মেয়ে। তাই তার মতো একজন শিক্ষিত মেয়ের কাছ থেকে কোনো মিথ্যা বলা কেউ আশা করবে না। স¤পর্কের অবনতি নিয়ে শাকিব বলেন, সে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে স¤পর্ক, সন্তান, অর্থবিত্ত, নামযশ সবই করেছে। আমিও তাকে অন্ধভাবে বিশ্বাস করেছিলাম। কিন্তু শেহজাদকে জন্ম দেয়ার পর আমেরিকা থেকে দেশে ফিরে সে নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়ে। নানা জনের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে, যা মিডিয়াসহ সবাই জানে। একই সঙ্গে সাড়ে ৩ কোটি টাকার ফ্ল্যাট এবং ৫৬ লাখ টাকার গাড়ির মালিক হলো। হঠাৎ করে এমন বিত্ত-বৈভবের মালিক হওয়া কীভাবে সম্ভব! শাকিব প্রশ্ন তুলে বলেন, কেউ যদি বিনা কারণে বিশ্বাসভঙ্গ করে কিংবা বিশ্বাসঘাতকতা করে, তাহলে তার সঙ্গে স¤পর্ক কীভাবে কনটিনিউ করা যায়, আপনারাই বলুন। তিনি বলেন, আমি আসলে সরল মনে অনেককেই বিশ্বাস করেছি। কিন্তু সবাই আমার সরলতাকে দুর্বলতা ভেবে ধোঁকা দিয়েছে। অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছে। আমি এখন আর কারও সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। আর কোনো মানসিক চাপ সহ্য করতে চাই না। শুধু দুই সন্তান জয় ও বীরকে নিয়ে বাকি জীবনটা সাধারণ মানুষের মতো শান্তিতে কাটাতে চাই। বুবলীকে নিয়ে শাকিব বলেন, সে এতটাই ক্রিটিক্যাল মাইন্ডের যে, গত বছর ২৭ সেপ্টেম্বর আমার ছেলে জয়ের জন্মদিনে তার বেবি বাম্পের ছবি প্রকাশ করে আমাকে বিব্রত ও ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। একই সঙ্গে নানাজনের সঙ্গে তার অবৈধ সম্পর্কের স্ক্যান্ডাল চাপা দিতেই সে হুট করে তার বেবি বা¤েপর ছবি প্রকাশ করে বসে। তার মনে যদি কোনো দুষ্ট বুদ্ধি না থাকত, তাহলে সে তো আগেই এই ছবি প্রকাশ্যে আনতে পারত। এখন আবার কোন স্বার্থ হাসিল করতে আমার সঙ্গে সম্পর্কের কথা তুলে সে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। শাকিব বলেন, বুবলী তো নিজের স্বার্থ হাসিলের জন্য আমাকে শুধু সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছে। এখনো সে নিজেকে আমার স্ত্রী পরিচয় দিয়ে নিজের স্বার্থ উদ্ধারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আবারও বলছি, সে প্রমাণ করে দিক সে আমার স্ত্রী। বুবলী এখন আমার স্ত্রী নয়, এ কথা আমি আর কতবার বলব। বুবলীর উদ্দেশে শাকিব বলেন, আমি তাকে বলব, সে যেন এই নতুন স্ট্যাটাসের নাটক বন্ধ করে। সে বলেছে, আমার বিরুদ্ধে নাকি মুখ খুলবে, আমি তাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, সে যেন মুখ খুলে। আমি তো সন্তানের স্বার্থে মুখ বন্ধ করে তার দেয়া সব মানসিক যন্ত্রণা সহ্য করে আসছি। বেশি বাড়াবাড়ি করলে আর মুখ বুঝে থাকব না। সে ও তার পরিবার আমার ওপর যা ঘটিয়েছে, সব খুলে বলতে সে যেন আমাকে বাধ্য না করে। জীবদ্দশায় আমি তার ছায়াও আর দেখতে চাই না। আমার ধারেকাছে আসা এবং আমার বাসায় প্রবেশের কোনো অধিকার তার নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button