বাংলাদেশ

সোনারগাঁয়ে ২ হাজার পিস ইয়াবা ও বিদেশি মদ সহ আটক- ৪

জেলা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধিন তালতলা ফাঁড়ির পুলিশের পৃথক অভিযানে ২হাজার পিস ইয়াবা ও ৬ বোতল বিদেশী মদ সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের  অফিসার ইনচার্জ মোঃ জাকির রাব্বানী এর নেতৃত্বে এএসআই ইলিয়াস ও এএসআই শাহিনের পৃথকভাবে দুটি  অভিযানে জামপুর এবং নোয়াগাঁও ইউনিয়নের দুইটি পৃথক স্থানে অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ । গত ২০ ও ২১ই মে শনিবার রাতে  ও রবিবার সকালে অভিযান চালিয়ে জামপুর ইউনিয়নের  আমবাগ  ও নোয়াগাও ইউনিয়নের শেখকান্দী  এলাকা অভিযান করে ৬ বোতল বিদেশি মদ ও দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত ৪ জন
মাদক ব্যবসায়ীরা হলেন, মোঃ মোবারক পিতা , জলিল সাং আমবাগ ,থানা সোনারগাঁ, জেলা নারায়ণগঞ্জ ২/ মোঃ হাসান, সাং আমবাগ, থানা সোনারগাঁ, জেলা নারায়ণগঞ্জ।  রাজিয়া সুলতানা (২৭) পিতা রশিদ আহমেদ সাং, জিম্নান খালি, থানা :টেকনাফ, জেলাঃকক্সবাজার ২/ সাদেক (৪৬),পিতা মোতালিব,সাংঃ শেখকান্দী,থানা : সোনারগাঁ,জেলা- নারায়ণগঞ্জ।
তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের  অফিসার ইনচার্জ জাকির রাব্বানী বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button