জীবনযাপন

সোনারগাঁওয়ে ভারত বাংলাদেশ সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ ভারত সাহিত্য-সাংস্কৃতিক উৎসব ও গুণীজন সংবর্ধনা দেয়া হয়েছে।
গুণীজন সম্মাননায় সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাবেক সভাপতি প্রয়াত বাবুল মোশাররফকে মরণোত্তর সম্মাননা দেয়া হয়।
শুক্রবার বিকেলে সোনারগাঁও যাদুঘর সংলগ্ন পানাম টুরিষ্ট পার্কে বাংলাদেশ ভারত সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বাংলাদেশ ও ভারতের কবি, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেখক ও গবেষক ড. অমিত চট্টোপাধ্যায় (ভারত), সম্পাদক ও গবেষক মোহাম্মদ আব্দুল হামিদ (বাংলাদেশ), সাংবাদিক ও ছড়াকার আলম হোসেন (বাংলাদেশ), ছড়াকার ও গল্পকার এইচ এস সরোয়ারদী (বাংলাদেশ), ছড়াকার গোলাম নবী পান্না (বাংলাদেশ), সাংবাদিক ও সম্পাদক হাসান মাহমুদ রিপন (বাংলাদেশ), লেখক সাংবাদিক ও সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক রবিউল হুসাইন(বাংলাদেশ) সম্পাদক গোপাল চন্দ্র দাস (ভারত), কবি মন্টু দাস (ভারত), লেখক সাংবাদিক ফজলে রাব্বি সোহেল(বাংলাদেশ) প্রকাশক ও কবি আহমেদ মুনীর (বাংলাদেশ), সঙ্গীত শিল্পী মৌসুমী দাস (ভারত), সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমন, কবি শাহানাজ পারভীন শান্তা, সাংবাদিক খায়রুল আলম খোকন, কবি এরশাদ হুসাইন অন্য, ছড়াকার মোফাখখার সাগর, ছড়াকার মোহাম্মদ শারবিন, কবি শংকর প্রকাশ, কবি ওয়াসকুরুনী, প্রয়াত লেখক ও সাংবাদিক বাবুল মোশাররফ এর সহধর্মিণী লেখক আসমা আখতারী প্রমুখ। অনুষ্ঠানের দু’দেশের কবি, লেখক ও সাংবাদিকদের সংবর্ধনা ও পল্লীকবি জসিম উদ্দিন সম্মাননা স্মারক প্রদান করা হয়। উৎসবে ড. অমিত চট্টোপাধ্যায় (ভারত)কে সভাপতি ও এইচ এস সরোয়ারদী (বাংলাদেশ)কে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ভারত সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের কমিটি ঘোষনা করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী বনানী সরকার (ভারত), চিত্র শিল্পী অহীন্দ্র দাস (ভারত), ফারজানা আহসান জয়া, ওয়ায়েসকরুনী অপু, মনির প্রবাসী, রস্তম আলী, সীমা দে (ভারত)সহ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। উৎসবে বাংলাদেশ ভারতের লেখক ও কবিরা স্বরচিত কবিতা পাঠ ও সংঙ্গীত পরিবেশন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button