৫ বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দিবে বিকেএমইএ
পোশাক খাত দক্ষ লোকবল বৃদ্ধির জন্য ৫টি বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
৬ মাস মেয়াদী এই প্রশিক্ষণ সম্পূন্ন বিনামূল্যে করানো হবে। উল্টো প্রশিক্ষণার্থীরা পাবে সার্টিফিকেট, ভাতা প্রদান এবং গার্মেন্টস শিল্পে চাকুরি পাওয়ার ক্ষেত্রে সহযোগীতা।
আগামী ৫ জুনের মধ্যে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের চানমারী নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ভবনের দ্বিতীয় তলায় আবেদন ফরম জমা দিতে হবে। ক্লাস হবে প্রতিমাসে ৩ ঘন্টা করে ৪ মাস এবং ২ মাস ইন্টার্নশীপ।
প্রশিক্ষণের জন্য যে কোন বিষয়ে গ্রাজুয়েশন ও ৪ বছরের ডিপ্লোমা হতে হবে।
প্রশিক্ষণের বিষয় গুলো হলো-তৈরি পোশাক খাতের নিরাপত্তা ব্যবস্থাপনা, উৎপাদন পরিকল্পনা এবং সরবরাহ চেইন ব্যবস্থাপনা, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং লীন ম্যানুফ্যাকচারিং, পোশাক মার্চেন্ডাইজিং, সামাজিক সম্মতি এবং মানব সম্পদ ব্যবস্থাপনা।
প্রশিক্ষণ সম্পর্কিত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন: ০১৯১৪৩৯০৩৯৭ ও ০১৭১২১৯০৫৪৩।