সোনারগাঁয়ে শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ
মোঃমীমরাজ হোসেন, সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনমান্দি ইউনিয়নের
৪৪নং সনমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ই মে ) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ নিজস্ব অর্থায়নে ২১৩ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান উল ইসলাম। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফজিলা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সমাজ সেবক বীরমুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন,সনমান্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৬নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম টিক্কা, ৫নং ওয়ার্ডের সদস্য ইব্রাহীম মিয়া, মহিলা সদস্য মিনা,সনমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সাহাবুউদ্দীন সরকার শিক্ষক ও অভিভাবক সহ প্রমুখ।