নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশু হত্যার দায়ে তিনজনের মৃত্যুদন্ড

রূপগঞ্জে তিন বছরের এক শিশুকে অপহরণের পর হত্যার মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন- জাকির হোসেন, শাহজালাল ও আশরাফুল।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামীরদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালতের এই রায়ে সন্তষ প্রকাশ করেছেন নিহতের পিতা ও মামলার বাদী আনোয়ার হোসেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ অক্টোবর রূপগঞ্জের ভুলতা টেকপাড়া এলাকায় থেকে নিখোঁজ হয় তিন বছরের শিশু জুই আক্তার। পরে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় থানায় মামরা দায়ের করেন নিহত শিশুর পিতা আনোয়ার হোসেন।

এ ঘটনায় মোট ১৬জনের সাক্ষী গ্রহণ করা হয়েছে।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রকিব উদ্দিন আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button