ব‌রিশা‌লে দ্বন্দ্ব ভু‌লে প্রকাশ্যে এক ম‌ঞ্চে দুই ভাই

অবশেষে বরিশালে প্রকাশ্যে দুই ভাই বসলেন এক টেবিলে। বড় ভাই আবুল হাসনাত আবদুল্লাহ জড়িয়ে ধরলেন ছোট ভাই আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে।

বরিশালের মেয়র বানাতে বড় ভাই চাইলেন ছোট ভাইয়ের জন্য ভোট। ছোট ভাই বললেন- সকল ভেদাভেদ ভুলে নৌকাকে জয়ী করতে।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়ী করতে আটঘাট বেঁধেই দৃশ্যত মাঠে নেমেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার বিকালে বিভাগের ৫ জেলার শীর্ষ নেতাদের নিয়ে বিশেষ বর্ধিত সভা হয় গৌরনদী পৌরসভা মাঠে। এতে অংশ নেন নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাত।

বড় ভাই আবুল হাসনাত আবদুল্লাহর পাশের চেয়ারে বসেন ছোট ভাই খোকন সেরনিয়াবাত। দুই ভাইয়ের মান অভিমান নিয়ে যখন আলোচনা সমালোচনা, তখন তা‌দের আলিঙ্গ‌নের দৃশ্য সেই আলোচনা ফিঁকে করতে ভিন্ন মাত্রা যোগ করবে ভোটারদের মাঝে। ভোটের মাঠে এমন আলোচনাই এখন বরিশালের স্থানীয় রাজনীতিতে।

এই সভার মধ্য দিয়ে অভ্যন্তরীন দ্বন্দ্ব কেটে দলের পুরো শক্তি একাট্টা হতে কাজে লাগবে বলে দাবি কেন্দ্রীয় নেতাদের।

ভোটের বাকি মাত্র ৮ দিন।সভায় আর বসে না থেকে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নেতাকর্মীদের ভোট প্রার্থনার আহ্বান জানিয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিটি নির্বাচন পরিচালনা কমিটির টিম লিডার আবুল হাসনাত আবদুল্লাহ। তিনি নৌকার প্রার্থী খোকনের আপন বড় ভাই।

সভায় বরিশাল সিটি নির্বাচন পরিচালনায় কেন্দ্রীয় কমিটির টিম লিডার আবুল হাসনাত আবদুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের সভাপতিমণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিম এবং নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাত।

সকল ভেদাভেদ ভুলে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ভোটারের দ্বারে দ্বারে যাওয়ার আহ্বান জানানো হয় এই সভা থেকে। তবে কেউ যদি দলের সঙ্গে বেঈমানী করে তার দলে কোন জায়গা হবে না বলে জানান নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button