রাজনীতি

আওয়ামী সরকার দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা জোনায়েদ সাকি বলেছেন, ‘বর্তমান সরকার দেশকে বিপর্যায়ের দিকে ঠেলে দিচ্ছে। বিশ্বের কাছ থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে ফেলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের না, তিনি গদি রক্ষার স্বার্থ দেখেন।’

সংক্ষিপ্ত সমাবেশে জোনায়েদ সাকি গণতন্ত্র মঞ্চের ১৪ দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সংসদ বিলুপ্ত করে সরকারকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। অবাধ, নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য অর্ন্তবর্তীকালীন সরকার গঠন করতে হবে।’ এসময় সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করাসহ অন্য দাবিগুলোও তিনি তুলে ধরেন।

এই সরকার দেশকে অর্থনৈতিক সংকটে ফেলেছে উল্লেখ করে গণতন্ত্র মঞ্চের এই নেতা বলেন, ‘এই অর্থনৈতিক সংকট মোকাবিলা করার ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই। তাই এই সরকারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য গণতন্ত্র মঞ্চের এই রোডমার্চ কর্মসূচি। এরপরই গণঅভুত্থ্যানের মধ্য দিয়ে সরকারকে বিদায় করা হবে।’

সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মো. সাইফুল হক। তিনি বলেন, ‘সরকার যে বাজেট দিয়েছে তা অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে নৈরাজ্যের সৃষ্টি করবে। গতকাল প্রধান মন্ত্রীর বক্তব্যই প্রমাণ করে সরকার আর্ন্তজাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকারের পায়ের নিচে মাটি নেই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button