বাংলাদেশ

আইডিএফ এসইপি প্রকল্পের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

রাকিবুল ইসলাম ইফতিঃ বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিএফ এর সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) কাজ করে যাচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম ডেইরি জোন কর্ণফুলীতে। ডেইরি প্রকল্পের আওতায় খামারীদের নিয়ে বিভিন্ন পরিবেশ ক্লাব গঠন করা হয়েছে।

তেমনই কর্ণফুলী পরিবেশ ক্লাবের তত্ত্বাবধানে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসকে উদযাপনের জন্য আব্দুল জলিল চৌধুরী বহুমুখী (কৃষি) উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে “বৈশ্বিক উষ্ণতা” বিষয়ে একটি রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন মিফতাহুল জান্নাত, ২য় এবং ৩য় স্থান যথাক্রমে জবিনা আক্তার টিকা ও মুনতাহা আক্তার। প্রতিযোগিতায় বিজয়ীদের এবং অংশগ্রহণকারী সকলকেই গাছ উপহার দেয়া হয়। উপস্থিত সকলে বছরে অন্তত ১ টি গাছ লাগানোর প্রতিজ্ঞা করেন এবং অন্যদেরও অনুপ্রাণিত করবেন। দৃষ্টিনন্দন র‍্যালী এবং একটি বৃক্ষরোপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এতে প্রধান অতিথি জনাব জিল্লুর রহমান (সহকারী কৃষি সম্প্রসারণ কমকর্তা), সভাপতি হিসেবে এরিয়া ম্যানেজার জনাব মোঃ তৌহিদুল হক, বিশেষ অতিথি মিলন কান্তি দাশ (প্রধান শিক্ষক-আব্দুল জলিল চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়) ছাড়াও এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ইফতেখার উদ্দিন আহমেদ ছাড়াও অন্যান্য প্রকল্প কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথিজনাব জিল্লুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, গাছ লাগানোর পাশাপাশি প্লাস্টিক বর্জন করাটা এখন সময়ের দাবি।

বিশেষ অতিথি এবং প্রধান শিক্ষক জনাব মিলন কান্তি দাশ বলেন, বৈশ্বিক উষ্ণতা রোধে বাড়ির আঙিনায় কিংবা টবে করে হলেও বেশি করে গাছ লাগাতে হবে এবং তা সমাজের সর্বস্তরের মানুষেরই করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button