রোডমার্চে হামলার প্রতিবাদে গণসংহতি চট্টগ্রাম জেলা’র বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
সরকার ও শাসন ব্যবস্থা বদলের ১৪ দফা বাস্তবায়নে গণতন্ত্র মঞ্চ এ-র রোড মার্চ এ মোকামতলায় গাড়ি বহরে হামলা এবং ২য় দফায় রাতের অন্ধকারে বগুড়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর শারীরিক নির্যাতনের প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
আজ ০৬ জুন ২০২৩ তারিখ বিকাল ৫টা পুরাতন রেলওয়ে বটতলা গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা যুগ্ম-সমন্বয়ক শ্রমিকনেতা মির্জা আবুল বশর এ-র সভাপতিত্বে, ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী এ্যাডভোকেট ফাহিম শরীফ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুগ্ম-সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগর গণসংহতি আন্দোলনের আহবায়ক জননেতা ডা. অপূর্ব নাথ, মহানগর যুগ্ম-আহবায়ক ও কোতোয়ালি থানা কমিটির আহবায়ক চিরন্তন চিরু, ডবল মুরিং থানা কমিটির আহবায়ক হাসান মুরাদ শাহ, জেলা সম্পাদকমণ্ডলী সদস্য ও উত্তর জেলা কমিটির সদস্য সচিব প্রকৌশলী জাহিদুল আলম আল-জাহিদ, পাচলাইশ থানা কমিটির সদস্য সচিব প্রকাশ মজুমদার বাবু, সীতাকুণ্ড উপজেলা কমিটি সদস্য সচিব এ্যাড. মুসলিম উদ্দিন রিপন, মো. আব্দুল্লাহ সুমন প্রমুখ।
বক্তারা বলেন, বগুড়ার শিবগঞ্জে সমাবেশ শেষ করে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা যখন রওনা দিচ্ছিলেন তখন সমাবেশ স্থলের পাশেই মোকামতলায় তাদের গাড়ি বহরে হামলা করা হয়। এতে গণতন্ত্র মঞ্চের তিনজন নেতাকর্মী আহত হন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জনগণের শান্তিপূর্ণ সমাবেশে হামলা করে দেশকে একটা সংঘাতময় পরিবেশে নিয়ে যেতে চাইছে ক্ষমতাসীনরা। কিন্তু এতে তাদের শেষ রক্ষা হবে না। জনগণ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে এইসব হামলার সমুচিত জবাব দেবেন।