সিদ্ধিরগঞ্জে এমএস এন্টারপ্রাইজ গার্মেন্টসে অগ্নিকান্ড

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এমএস এন্টারপ্রাইজ নামের এক গার্মেন্টসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৭ জুন) দিনগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি ভবনের পঞ্চম তলায় অবস্থিত গার্মেন্টসে আগুন লাগে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সময় কারখানার ভেতরে কেউ ছিল না, এ কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। ক্ষয়ক্ষতি মালিকপক্ষের সঙ্গে কথা বলে ও তদন্তের পর বলা যাবে।

তিনি আরও জানান, কারখানাটি তালাবদ্ধ থাকার কারণে আমাদের তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে হয়েছে। ভেতরেও কয়েকটি কক্ষের দরজা তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এসব কক্ষের প্রত্যেকটি তালা আমাদের ভাঙতে হচ্ছে। পাশাপাশি কারখানাটিতে প্রচুর পরিমাণে জামাকাপড় মজুত ছিল। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button