বিদ্যুৎ অফিসে নারায়ণগঞ্জ জেলা বিএনপির অবস্থান কর্মসূচি
নারায়ণগঞ্জে বিদ্যুৎ অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জ জেলা।বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের বিদ্যুৎ অফিসে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় ডিপিডিসি সিদ্ধিরগঞ্জ শাখার নির্বাহী প্রকৌশলী বরাবর স্বারকলিপি প্রধান করা হয়।
অসহনীয় লোডশেডিং, বারবার মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ খাতে দূনীতির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। কর্মসূচিতে অংশ নেন দলটির সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের ইউনিটের নেতাকর্মীরা।
কর্মসূচিতে নেতাকর্মীরা জানান, বর্তমান সরকারের দূনর্রীতির কারণে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থা চরম সংকট সৃষ্টি হয়েছে। জৈষ্ঠের খরতাপে বিদ্যুৎ না থাকায় মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। অনেকে হিট স্ট্রোকে মারা যাচ্ছে। তাই অবর্ণনীয় লোডশেডিং বন্ধ এবং নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে জোরালো আহ্বান করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, শহীদুল ইসলাম, খন্দকার মাসুকুল ইসলাম, মোশারফ হোসেন, জুয়েল আহমেদ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ।