অতীতে জাতীয় পার্টি অনেকে ভাঙতে চেয়েছে, পারেনি- লিয়াকত হোসেন খোকা

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি বলেছেন, জাতীয় পার্টি অতীতে অনেক ভাঙতে চেয়েছে, পারেনি। এই দল থেকে অনেকে মন্ত্রী-এমপি হয়েছে। তারা নিজেদের ব্যক্তি স্বার্থে চিন্তা করে অন্য দলে চলে গেছে, কিন্তু জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের কোন নেতা-কর্মী কোন দলে যোগ দেয়নি। বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলা পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে অনেক নেতা কর্মী আছে, তারা সঠিক নেতৃত্বের জন্য সংগঠিত হতে পারছে না। তারা প্রয়াত পল্লীবন্ধু এরশাদ এর আদর্শের লড়াকু সৈনিক, জাতীয় পার্টির পোড় খাওয়া তৃণমূলের নেতা-কর্মীরা এখনো সংগঠিত হতে বিভিন্ন পর্যায়ে চেষ্টা করছে।

বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে জামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জাতীয় পার্টির কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এমপি খোকা বলেন, আজকে সোনারগাঁয়ে আমি তৃণমূলের সকলের মতামত নিয়ে সবাইকে জাতীয় পার্টি অঙ্গ সংগঠনের বিভিন্ন পদ দিচ্ছি। সকলের সহযোগিতায় আমি জাতীয় পার্টি, জাতীয় যুবসংহতি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, জাতীয় মহিলা পার্টি, জাতীয় শ্রমিক পার্টি, জাতীয় ছাত্র সমাজকে সংগঠিত করছি। আগামী নির্বাচনে আপনারা সোনারগাঁয়ের প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমার সাড়ে নয় বছরের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা জাতীয় মহিলা পার্টি প্রধান উপদেষ্টা বিশিষ্ট নারী নেত্রী মিসেস ডালিয়া লিয়াকত, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক মোঃ আশরাফুল ভূইয়া মাকসুদ, জাতীয় মহিলা পার্টি সোনারগাঁও উপজেলা আহবায়ক নাছিমা আক্তার পলি মেম্বার, যুগ্ম আহবায়ক হনুফা আক্তার মিতু, নাসরিন আক্তার পান্না, সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার, জাতীয় যুবসংহতি সোনারগাঁও উপজেলা আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, জাতীয় পার্টি জামপুর ইউনিয়ন যুগ্ম আহবায়ক ও জামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মোতালিব ভূইয়া, নুরে আলম শাহীন, মোঃ মনির মেম্বার, বারদী ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক জাকির সরকার, মেম্বার, মোঃ নাছির উদ্দীন মেম্বার, বদিউজ্জামাল বধু মেম্বার জাতীয় মহিলা পার্টি নেত্রী, শিল্পী মেম্বার, জরিনা মেম্বার, হাসিনা বেগম, জাতীয় যুবসংহতি নেতা আশরাফুল ইসলাম, সাইফুল ইসলাম মোঃ শাহ আলম ভূইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button